`ইরান সাক্ষাৎ চায়, কিন্তু পরিদর্শন অনুমতি দেয় না’: ট্রাম্প

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৭:২৬

আন্তর্জাতিক ডেস্ক
স্যাটেলাইট চিত্রে ইরানের মধ্যাঞ্চলের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র : ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও তার পরমাণু কর্মসূচির আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধে সম্মত হয়নি।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের পরমাণু কার্যক্রম “স্থায়ীভাবে পেছনে ঠেলে দেওয়া হয়েছে”, তবে তিনি স্বীকার করেন যে ইরান অন্য কোথাও কর্মসূচি পুনরায় শুরু করতে পারে।

 

 

হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে নিউ জার্সি যাওয়ার পথে ট্রাম্প বলেন, “আমি মনে করি ওরা যদি আবার শুরু করে, সেটা হবে একটা বড় সমস্যা”।

এর আগে, মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের কেন্দ্রীয় অঞ্চলের নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। ছবিটি সরবরাহ করেছে Maxar Technologies, ধারণ করা হয় ২২ জুনের হামলার পর।

ট্রাম্প আরও জানান, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনও আনুষ্ঠানিক কোনো বৈঠকের ঘোষণা আসেনি।

এই ইস্যুটি নিয়ে আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার কথা রয়েছে। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার শীর্ষে থাকবে বলেও জানা গেছে।