শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওমরায় আগ্রহীদের করোনা টিকা গ্রহণের পরামর্শ

যাযাদি ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২১, ১২:৪৩

ওমরাহ পালনে আগ্রহীদেরকে করোনা টিকা গ্রহণে পরামর্শ দিয়েছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী সালেহ বেনতিন। খবর সৌদি গেজেটের।

ওমরাহ পালনকালে করোনা সংক্রমণরোধে সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এবার ওমরাহ পালনকারীদের টিকা গ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী সালেহ বেনটিন আরো বলেন, ‌‌‌ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিষয়ক সব সুরক্ষা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

জেদ্দায় করোনা টিকা গ্রহণের পর আল আরাবিয়া টিভিকে বেনটিন বলেন, কেউ ওমরাহ পালন করতে চাইলে তাকে অ্যাপের সাহায্যে নিবন্ধন করে অবশ্যই করোনা টিকা গ্রহণ করতে হবে।

তাছাড়া ওমরাহ পালনে আগের মতো অন্যান্য স্বাস্থ্যবিধিও বহাল থাকবে। সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং নির্দিষ্ট বয়স সীমায় থাকতে হবে। সূত্র : সৌদি গেজেট

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে