মাত্র ৪০ মিনিটে পবিত্র কাবার ছাদ পরিষ্কারে বিশেষজ্ঞ দল

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১২:৩৩

যাযাদি ডেস্ক

মাত্র ৪০ মিনিটে পবিত্র কাবার ছাদ পরিষ্কার করতে একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ।

 

পরিষদের প্রযুক্তি বিষয়ক বিভাগের উপ-প্রধান মুহাম্মদ আল জাবরি বলেন, ‘পবিত্র কাবার ছাদ পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করতে পরিচালনা পরিষদ প্রযুক্তি বিষয়ক সেবার আওতায় একটি বিশেষ দল গঠন করেছে।’

 

পরিচালনা পরিষদের এই কর্মকর্তা আরো বলেন, পবিত্র কাবার ছাদ পরিষ্কারের কাজটি কয়েক ধাপে সম্পন্ন করা হয়। প্রথমত ছাদে ঝাড়ু দিয়ে পাখির মল ও আবর্জনা ফেলে দেওয়া হয়। অতঃপর পুরো ছাদ, চাদর রাখার স্থান, দেওয়াল, কাবার ছাদে ওঠার দরজা মোছা হয়। এরপর আবারও পানির ছিটা দিয়ে তা মোছা হয়। অতঃপর পুরো জায়গা শুকানো হয়।’

 

জাবেরি বলেন, ‘পুরো কাজটি করতে বিশেষজ্ঞ দলের মাত্র ৪০ মিনিট সময়ের প্রয়োজন হয়। পরিষদের প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ দল উন্নত সরঞ্জাম দিয়ে পরিষ্কার করা হয়। এতে মূল্যবান মারবেল পাথরের সুরক্ষা নিশ্চিত হয় এবং ভালো করে পরিচ্ছন্ন করা সম্ভব হয়। এছাড়া পবিত্র কাবা ও বিশেষত মসজিদে হারামের সৌন্দর্য আপন অবস্থায় থাকে।’ সূত্র : সৌদি গেজেট

 

যাযাদি/ এমএস