বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাওয়ার ছোট দোয়া

যাযাদি ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ‘একবার তিনি (প্রিয় নবির জন্য) একটি গদি কেনেন। তা ছিল ছবিযুক্ত। রাসুলুল্লাহ (তা দেখে) দরজায় দাঁড়িয়ে থাকলেন। ঘরে (কামড়ায়) প্রবেশ করলেন না। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান। (বুখারি) তাহলো-

أتُوبُ إلى اللَّهِ ممَّا أذْنَبْتُ

উচ্চারণ : আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।

অর্থ : ‘আমি যে গোনাহ করেছি, তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

ছোট্ট এ দোয়াটি উম্মতে মুসলিমার জন্য শিক্ষা। যে কোনো সময় অন্যায় বা অপরাধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। আর তাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিতে পারেন।

আল্লাহ তাআলা সবাইকে অন্যায়-অপরাধ থেকে বেঁচে থাকতে ছোট্ট এ দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে