ইফতারির পসরা সাজানো আপনার প্রয়োজনে নিয়ে নিন

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২১, ১৭:১২

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী শহরের সার্কিট হাউজ গোল চত্বরের বিভিন্ন পদের খাবার দিয়ে তৈরি করা ইফতারের প্যাকেট সাজিয়ে রাখা হয়েছে, পাশেই রাখা হয়েছে পানির বোতল। এসব ইফতারি শহরের নিম্নআয়ের মানুষ কিংবা অসহায়দের জন্য।

 

রোজা রেখে তারা যেন একটু ভালো ইফতার করতে পারে সে জন্যই শহরের বিত্তবান  ব্যক্তিদের সহযোগিতায় পটুয়াখালীবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগ।

 

আয়োজনের  বিশেষ একটি বিষয় ছিল কে নিচ্ছেন বা কে  দিচ্ছেন তাদের কারো ছবি তোলা হয়নি।

নির্দ্বিধায় যে যার মতো করে যার প্রয়োজন সেই ইফতারের প্যাকেট নিয়ে নিয়েছেন।

 

পটুয়াখালীবাসি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী শহরের শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে এমন ব্যতিক্রমী আয়োজন করে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি ছবি আপ করে তাদের ব্যতিক্রমী এ আয়োজনের জানান দেয়া হয়।

 

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রায়হান জানান, 'করোনার এই বিরূপ পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, যার ফলে সাধ আর সাধ্যের মিল করে  অনেকেই ইফতার তৈরি করতে পারছেন না অথবা কিনতে পারছেন না। এমন পরিস্থিতি বিবেচনায় বিত্তবানদের সহযোগিতায় আমরা ইফতার দেয়ার এই ব্যতিক্রমী আয়োজন করেছি।'

 

পুরো রমজান জুড়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের জন্য ব্যতিক্রমী বিভিন্ন আয়োজন থাকবে বলেও জানান সংগঠনের সভাপতি।

 

যাযাদি/ এস