শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ হাইতিতে মুসলিম সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ছে

যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৪

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র হাইতিতে ইসলামের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে মন্তব্য করেছেন একাডেমিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইভান আর্নেস্তো গাতান। তার প্রভাব ডোমিনিকান প্রজাতন্ত্রেও দেখা দিতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। দেশটির স্থানীয় এক পত্রিকা এ তথ্য জানিয়েছে।

বর্তমানে হাইতিতে প্রায় ৪০টি মসজিদ রয়েছে। দেশটিতে গত ২০ বছরে ইসলাম গ্রহণ করেছে কমপক্ষে ৫০০০ হাইতিয়ান। ২০১৬ সালে হাইতির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপাসনা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ৩৬টি মসজিদ এবং প্রায় ৫০টি কুরআনিক স্কুল তালিকাভুক্ত করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোমিনিকান ইউনিভার্সিটিগুলোতেও মসজিদের দেখা পাওয়া যায়। ক্যারিবীয় এ দেশটি ছাড়াও ল্যাটিন আমেরিকায়, ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলিতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে