জাতীয় কিরাত রিয়েলিটি শো ‘আমানসিম সাওতুল কোরআন-২০২২’ সিজন-৭-এর ঢাকা বিভাগীয় অডিশন শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ অডিশন সম্পন্ন হয়।
ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেয়। এদের মধ্য থেকে বিচারকদের বিচারে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করা হয়। এরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিজয়ীরা হলেন আব্দুল্লাহ মাসউদ, নজরুল ইসলাম আকিব, ওয়ালীউল্লাহ মোখতার, রবিউল ইসলাম, মো. আব্দুর রহমান, নাঈম হাসনাত, জহিরুল ইসলাম, ফাতিন মাহতাব আবীর, আব্দুল করিম, মোহতাছিম বিল্লাহ, জোবায়ের আহমাদ, আহসানুজ্জামান, অর্ণব ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জায়েদ বিন নেছারী। বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কারি শায়েখ আবু সালেহ মো. মুসা ও কারী হাবিবুর রহমান মিশকাত।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারী ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব কারীকে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার। প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় রিয়েলিটি শো ‘সাওতুল কোরআন’ পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন বিকাল ৫টা ১০ মিনিটে এসএ টিভিতে স¤প্রচারিত হবে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd