​​​​​​​নেদারল্যান্ডে ‘আহি ইভরান’ ও  ‘ওরহান গাজী’ নামে তুরস্কের ২টি মসজিদ উদ্বোধন

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২২, ১৯:৩৬

যাযাদি ডেস্ক

 

 

নেদারল্যান্ডে দুইটি মসজিদ উদ্বোধন করেছে তুরস্ক উপলক্ষে তুর্কি ধর্ম বিষয়ক অধিদফতরের প্রধান প্রফেসর . আলি আরবাশ দেশটিতে সফর করেন

 

মঙ্গলবার টিআর ডট এজেন্সি এই খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমটি জানায়, আলি আরবাশের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মসজিদ দুটি মুসুল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করা হলোমসজিদ দুটি যথাক্রমে হেগ ডেন বোশ শহরে অবস্থিত

 

হেগের মসজিদটির নাম আহি ইভরান দ্বিতীয় মসিজিদটি হলো- ওরহান গাজী

 

রোববার ওরহান গাজী মসজিদ উদ্বোধনের সময় আলি আরবাশ বলেন, ‘মসজিদটি প্রায় ২৪ ঘণ্টাই বিভিন্ন খেদমত আঞ্জাম দেবে

 

তিনি আরো বলেন, ‘মসজিদ শুধু আমাদের নামাজের স্থান- নয়; আমাদের মসজিদগুলো শিক্ষা অনুশীলন কেন্দ্রও বটে মসজিদ প্রতিষ্ঠার সাথে সাথে সেখানে আমাদের জ্ঞান-প্রজ্ঞা শিষ্টাচার শিক্ষারও ব্যবস্থা করা জরুরি কেননা, আমাদের ধর্ম এমন-

 

আলি আরবাশ মসজিদের মুসুল্লিদের পরিপূর্ণ ইসলাম মেনে জীবনযাপনের আহ্বান জানান যাতে অমুসলিমরা ইসলামে প্রবেশের প্রতি আগ্রহী হয়

 

ওরহান গাজী মসজিদটি ডাচ রিলিজিয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হবে

 

উদ্বোধনীতে রোটারডামে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত, ডাচ ধর্মীয় অধিদফতরের প্রধানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র : আরটি ডট এজেন্সি

 

যাযাদি/এস