দুবাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৩, ০৯:১৭ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩, ১৩:৩২

নওশের সুমন, ইউএই প্রতিনিধি
হাফেজ তাকরিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব-যাযাদি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ২৬ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে সালেহ আহমেদ তাকরিমের নাম ঘোষণা করা হয়। সে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর কিতাব বিভাগের ছাত্র।  

প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন হাফেজ তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ভুল হয়নি তার। মিষ্টি মধুর কন্ঠে তার তিলাওয়াত শুনে বিচারকেরা মুগ্ধ হয়ে পড়েন।

বিশ্বজয়ী হাফেজ তকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর একদল বিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নাম ঘোষণা করেন।

একই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেশের নাম উজ্জ্বল করেন বাংলাদেশি আলেম শায়খ শোয়াইব মোহাম্মদ আল আজহারী।

এর আগে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

এছাড়াও গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমেদ তাকরিম প্রথম, মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন। ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হোন তিনি।

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় যথাক্রমে ইতুপিয়ান নাগরিক আব্বাস হাদী ওমর (দ্বিতীয় স্থান) ও সৌদি আরবের নাগরিক সালেহ আল-বারকানি খালেদ সুলাইমান তৃতীয় স্থান অর্জন করেন।

যাযাদি /এস