ঈদের নামাজের সময় ২ জনের ইসলাম গ্রহণ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৪, ২০:৩৩

যাযাদি ডেস্ক
ছবি সংগৃহীত

আজ সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মরোক্কসহ অধিকাংশ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশ ও ভারতে আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।  দীর্ঘ এক মাস সিয়াম করার পর ঈদুল ফিতর উদযাপন কর হয়।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এদিন দুবাইয়ে ঈদের নামাজের সময় ইসলাম গ্রহণ করেছেন দুই ব্যক্তি। বুধবার (১০ এপ্রিল) আরব সংবাদমাধ্যম সূত্রে ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই দুই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বছর দুবাইয়ের বুর্জ খলিফার অদূরে স্থাপিত কামান দেগে ঈদের ঘোষণা দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে এবার সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।

সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বুধবার সৌদি আরব, আফগানিস্তান, কাতার, ফিলিপাইন, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতেও বেশ গুরুত্বের সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দুই মসজিদেই অসংখ্য মুসল্লি অংশ নেয়। সূত্র : ডেইলি জংগ

যাযাদি/ এস