মিজানুর রহমান আজহারীকে স্বাগত জানালেন আহমাদুল্লাহ-সাইফুল্লাহ
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০৯:১৭
জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।’
এই স্ট্যাটাস দেয়ার পরপরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টে কমেন্ট করছেন। সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ স্বাগত জানিয়ে লেখেন, ‘স্বাগতম। আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক। দ্বীন ও দেশের জন্য কল্যাণ বয়ে আনুক।’
একই পোস্টের কমেন্টে আরেক বিশিষ্ট ধর্মীয় আলোচক মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লিখেন, আপনার আগমনকে নিরাপদ করুন। আপনার দ্বারা ইসলামের আলো দিক দিগন্তে ছড়িয়ে দিন।
শায়খ মুখতার আহমদ লিখেন, মাতৃভূমিতে আপনাকে স্বাগতম। আপনার এই আগমন বরকতময় হোক।
এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
যাযাদি/ এস