শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান অনুষ্ঠান
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পোনা মারকাজুল উলুম মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীকে মহাগ্রন্থ কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক যাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। মাওলানা আব্দুল করিম সাহেবের সভাপতিত্বে মাওলানা মামুন মোস্তফার সঞ্চালনায় মহতি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাৎপর্য পূর্ণ বক্তব্য রাখেন এম. ডি নিজামুল ইসলাম।
সভাপতি অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাশিয়ানী প্রেসক্লাব মোঃ নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল আলম মুন্না, সাংবাদিক আহাদুল হাসান, সাংবাদিক নেওয়াজ আহমদ পরশ, সামিউল আলম পিটার,এডভোকেট মফিজুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন কুরআনের শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে জাহালাতের অন্ধকার দূর হয়ে যাবে এবং আলোময় সমাজ গঠিত হবে।তারা শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। হাফেজ মাওলানা বিলাল বিন আখতারের সবক প্রদান ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
যাযাদি/ এমএস