গণহত্যার দায়ে ইসরাইলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩৭

যাযাদি ডেস্ক
ইহুদি শব্দটি কোরআনুল কারীমে ৯ বার উল্লেখ করা হয়েছে। ছবি: সংগৃহীত

গণহত্যার দায়ে ইহুদিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। 

দেশটির অভিবাসন আইনের একটি সংশোধনী প্রস্তাব পেশ হয় পার্লামেন্টে। তাতে দল-মতনির্বিশেষে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 

সরকার জানিয়েছে, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মালদ্বীপে এই প্রস্তাব নতুন নয়। গত বছরের ২৯ মে বিরোধী শিবির মলদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এমপি মিকাইল আহমেদ নাসিম প্রস্তাবটি উত্থাপন করেন। 

প্রায় এক বছর পর পার্লামেন্টারি নিরাপত্তা পরিষেবা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে পাশ করে। প্রস্তাবটি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয়। 

তবে প্রস্তাবটি পাশ হওয়ার আগে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে-ঐ আইনের একটি ধারা বাতিল করা হয়েছে। 

এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে, যার একটি পাসপোর্ট ইসরায়েলের হয়, তবে ঐ সংশ্লিষ্ট ব্যক্তিকে মালদ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না।

যাযাদি/ এস