বরগুনায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ০৭ জুন ২০২৪, ১৪:৪৩

বরগুনায় যায়যায়দিনে ১৯বছরের পদায়ন উপলক্ষে এক বনার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সড়কে প্রতিনিধির কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি মশিউর রহমানের সঞ্চালনায় যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রহিম ইলেকট্রনিক্সের সত্বাধিকারী আবদুর রহিম,বরগুনার পল্লী চিকিৎসক দীলিপ কুমার, দৈনিক কালের কন্ঠ পত্রিকার বরগুনা প্রতিনিধি মিজানুর রহমান,যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক সামছুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন,দৈনিক যায়যায়দিন পত্রিকা আগামীতে আরও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।দূর্নীতি বিরুদ্ধে তাদের কলম আরও বলিষ্ঠ হবে বলে বক্তরা আলোচনা সভায় অভিমত ব্যক্ত করেন।
যাযাদি/এস