রামগড়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ০৭ জুন ২০২৪, ১৮:২৮

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বর্ণনাঢ্য আয়োজনে আনন্দঘন উৎসবমূখর পরিবেশে পাঠকপ্রিয় বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।
রামগড় উপজেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে শুক্রবার (৭ জুন) সকাল ১১টায় রামগড় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলায় পরিষদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শিক্ষক মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক অরন্যবার্তার রামগড় ব্যুরো প্রধান শুভাশিষ দাশ।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম রামগড়ের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরা। এছাড়াও সাবেক পৌর কাউন্সিলর বিষ্ণু দত্ত, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, মাসুদরানা, সাইফুল ইসলাম, সাহেদ রানা, তুহিন নিজাম, নুর আলম শরিফ, মোঃ বেলাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে যায়যায়দিনের সফলতা কামনা করেন।