ঠাকুরগাঁওয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী থানার সেকেন্ড অফিসার এস আই রতন কুমার, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দীন মিয়া, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, উপজেলা কো-অর্ডিনেটর জিবরিল ইডেন, ব্রাকের জেলা কর্মকর্তা রূপা রানী দাস, হলদিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পয়গামালী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়, উপজেলা ধর্মীয় মেরিজ রেজিস্টার জগদীশ চন্দ্র, উপজেলা পরিষদের মহিলা সদস্য মোকছেদা বেগম, সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি জানে আলম, উপজেলা আইন সহায়তা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
যাযাদি/ এসএম