শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৪ জঙ্গি গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২০, ১৯:২৯

ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে উত্তরা, ধানমণ্ডি ও সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব ও সিটিটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদের মধ্যে র‌্যাব-৪ তিনজনকে এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ জানিয়েছে, গত ৩১ অক্টোবর আনসার আল ইসলামের যে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের দেয়া তথ্যে সাভার ও ধানমণ্ডি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এই তিনজন হলেন, নাহিদ মিনা (২৭), সালাম হাওলাদার (২৫) এবং তুষার আহমেদ তুহিন (১৭)।

এদের একজন গাড়িচালক, একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এবং একজন ছাত্র।

সিটিটিসি উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টর থেকে সাব্বির আহমেদ (৩৪) নামে অন্যজনকে গ্রেপ্তার করে।

র‌্যাব ও সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গি অর্থায়নসহ ফেসবুকের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও সদস্য সংগ্রহের কাজ করতেন।

যাযাদি/এম.এস/৭:২৬পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে