​ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধ করতে বিটিআরসিকে বিএসইসির চিঠি

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৪

যাযাদি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানোর কারণে ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

 

গত ১ ডিসেম্বর বিটিআরসিকে এ চিঠি দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রেজাউল করিম বলেন, আগেও গুজব ছড়ানোর দায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু গ্রুপকে নিষিদ্ধ করার জন্য বিটিআরসিকে চিঠি দিয়েছে বিএসইসি। পরে সে গ্রুপগুলোকেও নিষিদ্ধ করা হয়েছে।  বিএসইসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করলেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।

 

যাযাদি/এমডি/৯:২৫পিএম