শিশু খাদ্যে ভেজাল, পুরান ঢাকায় অভিযান চলছে

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৪০

যাযাদি ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ টিএনটি অফিস এলাকায় বিভিন্ন শিশু খাদ্যে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও র‍্যাব-৩ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘শিশুদের চকলেটসহ নানা ধরনের খাদ্যপণ্যে অবৈধভাবে কারখানার ক্ষতিকর রং, হাইড্রোজ, মোম দিয়ে খাদ্য তৈরি করা হচ্ছে। এ ধরনের উপাদানের তৈরি খাদ্য শিশুদের পেটে গেলে কিডনি, লিভার ড্যামেজ হয়ে যায়।’

 

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

যাযাদি/ এমএস