বাংলাদেশে বিট কয়েনের মূলহোতা গ্রেফতার

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২১, ১৫:২৩

যাযাদি ডেস্ক

বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১)।

 

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গ্রেফতার রায়হান একজন আন্তর্জাতিক চক্রের প্রতারক। তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতের ব্যাংক একাউন্ট পর্যালোচনা করে গত এক মাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

 

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘এই বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থের এক কোটি ১০ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। তার এ প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।’

 

এ বিষয়ে বিকেলে কুর্মিটোলা র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

যাযাদি/ এমএস