নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে রাজধানীর লাগবাগ থানা এলাকায় দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানাসহ ১৯ লাখ ৩১ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আক্তারুজ্জামান। র্যাব-২ ও পরিবেশ অধিদফতরের সহায়তায় রাজধানীর লালবাগের বাগানবাড়ি এলাকায় দুটি পলিথিনের শপিং ব্যাগ তৈরির কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৯ লাখ ৩১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd