​এন আই খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৪১

যাযাদি ডেস্ক

 

বিদেশে পালিয়ে থাকা পিকে হালদার ইস্যুতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানকে বিদেশ যাওয়ার ওপর হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

 

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন। ফলে তার বিদেশযাত্রায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

গত ৫ জানুয়ারি পিপলস লিজিংয়ের ৫ আমানতকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিকে হালদারের মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ওই ২৫ জনের মধ্যে মো. নজরুল ইসলাম খানও (এনআই খান) ছিলেন।

 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

 

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, বিদেশে পালিয়ে থাকা পিকে হালদার ইস্যুতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানকে বিদেশ যাওয়ার ওপর হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

 

যাযাদি/ এমডি