​রিমান্ড শেষে কারাগারে অবন্তিকা বড়াল

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৪১

যাযাদি ডেস্ক

 

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে শেষ দিনের মতো জিজ্ঞাসাবাদ করেন।

 

এরপর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান দুদকের আদালত কর্মকর্তা মো. জুলফিকার।

 

অবন্তিকা বড়ালের পক্ষে এজলাসে কোনো আইনজীবী দাঁড়াননি বলে তিনি আদালত পাড়ার সাংবাদিকদের জানান।

 

দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল ১৩ জানুয়ারি ধানমণ্ডির একটি ফ্ল্যাট থেকে অবান্তিকাকে গ্রেপ্তার করে। এরপর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবান্তিকা বড়ালের বিরুদ্ধে।

 

যাযাদি/ এমডি