মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা টিটু শরীফ হত্যা

খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ে ১৬ জনের যাবজ্জীবন

খুলনা অফিস
  ৩১ জানুয়ারি ২০২১, ১৯:৪৬

গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, শরীফ ব্রিকস ও শরীফ ফিসারিজের পরিচালক আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ ওরফে মফিজুর খান, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলি উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার এবং জিহাদ চৌধুরী। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ১৫জনকে খালাস দেন।

আদালত সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতী গ্রামে মোটরসাইকেলে যাওয়ার সময় আসামিরা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ওরফে টিটু শরীফকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে ২০১৮ সালের ২ জুলাই নড়াইল জেলার নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার উপপরিদর্শক (এস.আই) নিমাই চন্দ্র মন্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান। আসামিপক্ষে ছিলেন-অ্যাড. আব্দুল মালেক, তৌহিদুর রহমান তুষার, এম এম মুজিবর রহমান, মোমরেজুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে