ফরিদপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরে একটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ রায় দেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের টুটুল বাবুর্চির ছেলে জান্নাত শেখ (২৮) ও মৃত রমেশ চন্দ্র শীলের ছেলে শরিফুল ইসলাম সুমন (৩২)। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। পরে তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

তাদের বিরুদ্ধে পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের আসমত শেখ (২৮) নামে এক যুবককে হত্যার দায়ে দায়েরকৃত একটি মামলায় এ সাজা দেওয়া হয়।

 

এ মামলার সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার জানান, ২০১৫ সালের ২১ জুন সন্ধ্যা হতে নিখোঁজ ছিলেন আসমত শেখ। পরে ২৪ জুন সকালে একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

এরপর নিহতের ভাই হাসমত শেখ (২৯) বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

যাযাদি/ এস