বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির সভাপতি আ.লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত

কক্সবাজার প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকীসহ মোট ১১টি পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অপরদিকে গত দু বছর ধরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদসহ ৬টি পদে বিজয়ী হয়েছেন।

এর ফলে তিন বছর পর আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল।

এবারের নির্বাচনে সভাপতি পদে জয়ী অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী পেয়েছেন ৩৮২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ¦ী সভাপতি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল) পেয়েছেন ৩০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ পেয়েছেন ৩৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ¦ী সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মন্নান পেয়েছেন ৩১২ ভোট।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এবার ৭৩০ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৬৯৭টি।

নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট শ্যামল কান্তি চৌধুরী সহকারী প্রধান নির্বাচন কমিশনার-১, অ্যাডভোকেট মোহাম্মদ বাকের সহকারী প্রধান নির্বাচন কমিশনার-২ , কমিশনারগণ হচ্ছেন- অ্যাডভোকেট নুর উল আলম, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট সিরাজ উল্লাহ।

তার মধ্যে, কমিশনার অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট আবু ছিদ্দিক চকরিয়া উপজেলা চৌকি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচনে বিএনপি-জামায়াতসমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী (প্রাপ্ত ভোট-৩৮২), সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ (প্রাপ্ত ভোট-৩৭৬), সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন-২ (প্রাপ্ত ভোট-৩৫৪), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে রশিদুল আলম চৌধুরী (প্রাপ্ত ভোট-৩৫৩), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরু রশিদ (প্রাপ্ত ভোট-৩৭৯), নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট রাবেয়া সুলতানা (প্রাপ্ত ভোট-৩৯৪), অ্যাডভোকেট আবুল আলা (প্রাপ্ত ভোট-৩৭৭), অ্যাডভোকেট নুরুল মোর্শেদ আমিন (প্রাপ্ত ভোট-৩৫৮), অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী (প্রাপ্ত ভোট-৩৫১) ও অ্যাডভোকেট সব্বির আহমদ (প্রাপ্ত ভোট-৩৩৯) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সর্বোচ্চ ৩৯৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাবেয়া সুলতানা।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ (প্রাপ্ত ভোট-৩৭৩), সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট এরশাদ উল্লাহ সিকদার (প্রাপ্ত ভোট-৩৬১), নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট বেদারুল আলম (প্রাপ্ত ভোট-৩৬২), অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক (প্রাপ্ত ভোট-৩৪৭), অ্যাডভোকেট সফা বিনতে আবদুল্লাহ (ছবাহ) (প্রাপ্ত ভোট-৩৩৬) এবং অ্যাডভোকেট একরামুল হুদা (প্রাপ্ত ভোট-৩৩৪) পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহকারী প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাকের জানান, ২৭ ফেব্রুয়ারি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি মেনে ভোট প্রয়োগ করায় সম্মানিত ভোটারদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে