নিজের মেয়েকে ধর্ষণ, পিতার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৯:৫৮

কক্সবাজার প্রতিনিধি

 

নিজের মেয়েকে ধর্ষণের মামলায় পিতা শামসুল আলমকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে জরিমানা আনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ প্রদান করেছেন।

 

আসামি শামসুল আলম রামুর রশিদ নগরের ৮ নং ওয়ার্ডের ধলিরছরা মুরাপাড়ার আবদুর রহমানের ছেলে।

রায় ঘোষণাকালে আসামি শামসুল আলম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী।

রাষ্ট্র পক্ষে নিয়োজিত স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলে ২০১৮ সালের ৬ জুলাই শামসুল আলমের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন স্ত্রী রাজিয়া বেগম (৩৮)। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ মে আসামি শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

তিনি আরও বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট, ধর্ষণের ঘটনা তদন্তে সত্য প্রমাণিত। আদালতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

মামলায় রাজিয়া বেগম উল্লেখ করেছেন, ২০১৮ সালের ২৮ জুন রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে শামসুল আলম। পরে মেয়ে অসুস্থতাবোধ করলে জিজ্ঞাসাবাদে তিনি এই ঘটনা জানতে পারেন।

 

যাযাদি/ এস