বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে হত্যার পর ৭ টুকরা, আদালতে স্বামীর স্বীকারোক্তি

গাজীপুর সদর প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২১, ২০:৪৪

গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়ন মনিপুর এলাকায় স্ত্রীর ৭ টুকরা হত্যা মামলার আসামি জুয়েল আহমেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।

মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক রকিবুল হাসান জানান, রেহানা আক্তার হত্যার আসামি জুয়েলকে জিজ্ঞাসাবাদকালে তিনি শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ৭ টুকরা করার

কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার কাছিরগাতি গ্রামের আব্দুল বাতেনের ছেলে জুয়েল (২২) এবং একই জেলার মেরুয়াখোলা আব্দুল মালেকের মেয়ে রেহানা আক্তার (২০) তারা সম্পর্কে বিয়াই-বিয়াইন, প্রেমে জড়িয়ে ছয় মাস আগে পালিয়ে বিয়ে করে মনিপুর এলাকায় জাকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী জুয়েল রেহানাকে হত্যা করে। পরে আলামত গােপন করার জন্য হাত , পা , মাথা ও শরীর এর টুকরা প্লাস্টিকের বাজারের ব্যাগ , পাটের বস্তা ও গেঞ্জি দিয়ে মােড়াইয়া ভাড়া বাড়ীর পিছনে ড্রেনে ফেলিয়া রাখে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং স্বামী জুয়েলকে আটক করে থানায় নিয়ে আসে জয়দেবপুর থানা পুলিশ।

এ ঘটনায় নিহত রেহানার বড় ভাই হোসাইন সহিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০) দায়ের করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে