লকডাউন চললেও উচ্চ আদালতের কার্যক্রম চলতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার আপিল বিভাগের ভার্চুয়ালি শুনানির সময়, সিনিয়র আইনজীবীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, প্রবীর নিয়োগীসহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। করোনাসহ যেকোন প্রতিকূল পরিস্থিতিতে বিচারকাজ অব্যাহত রাখতে ২০২০ সালের ৯ই মে রাষ্ট্রপতি আদালতের তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করেন।
গত বছরের ১০ই মে থেকে ভার্চুয়ালি আদালতে বিচারকাজ শুরু হয়। পরে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত 'তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০' পাস হয়।
এ আইন পাসের কারণে ভবিষ্যতেও দেশের যেকোন বিশেষ পরিস্থিতে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়ালি আদালত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
যাযাদি/এসএই
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd