ধর্ষণ মামলার শুনানিতে সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের

প্রকাশ | ০৩ জুন ২০২১, ১৭:৪৯

যাযাদি ডেস্ক

 

ধর্ষণ মামলার শুনানির ক্ষেত্রে আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহীউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ পরামর্শ দেয়। ওই সময় ভার্চুয়ালি আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।

 

করোনাভাইরাস মহামারিতে আইনজীবীদের অনেকেই ঘর বসে ভার্চুয়ালি শুনানি করছেন। এ বিষয়টিকে সামনে এনে হাইকোর্ট বলেছে, ধর্ষণ মামলার শুনানির সময় বিভিন্ন শব্দ ও বাক্য উচ্চারণের ক্ষেত্রে আইনজীবীদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে শুনানির সময় আইনজীবীকে নির্জন কক্ষে বসতে হবে।

 

 

মামলার কার্যক্রম শুরু হলে প্রথমেই দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক, প্রতিবেশীর হাতে ধর্ষণ, প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ধর্ষণসহ বিভিন্ন মামলায় জামিন শুনানি নেয় আদালত।

 

এ ধরনের কয়েকটি মামলার শুনানির একপর্যায়ে আদালত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘যারা এ ধরনের মামলার শুনানি করছেন তারা পুরোপুরি আইসোলেটেড (আলাদা) থাকুন। বাসার অন্যরা যেন এসব না শোনে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই?’

 

তখন আইনজীবীরা আদালতের পরামর্শকে সাধুবাদ জানান।

 

আদালত বলে, ‘এসব এ কারণে বলছি যে, এসব একেবারেই কোর্টের ব্যাপার। পরিবারের একেকজন শুনলে কে, কীভাবে নেবে… মামলার এজাহারে অনেক কথা লেখা থাকে।’

 

এ সময় সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ‘ঘরে বাচ্চারা শুনলে, ছেলে-মেয়েরা শুনলে, অনেকের জন্যই এটা বিব্রতকর হবে।’

 

আদালত বলে, এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বক্তব্যের পর মামলার কার্যতালিকা অনুসারে অন্যান্য মামলা শুরু করেন বিচারক।

 

যাযাদি/এস