শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার বছরের শিশুকে নির্যাতন মণিরামপুরে পুলিশ কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ১৩ জুন ২০২১, ২০:৫০

মণিরামপুরে পুলিশের লাথির আঘাতে মোজাহিদুল নামের চার বছরের এক শিশুর কপাল ফেটে রক্তাক্ত করার ঘটনায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক লিটনসহ আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল খালেক বাদী হয়ে ২৭ মে যশোর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি করেন। যার পিটিশন নং- ৩৭/২১। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে যশোর পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।

আদালতে দায়ের করা মামলার আসামিরা হলেনÑ রসুলপুর গ্রামের ইব্রাহিম সরদার, খলিলুর রহমান মোড়ল, আব্দুল জলিল মোড়ল, নুরুল ইসলাম সরদার, শামসুর সরদার, আতিয়ার সরদার ও শহিদ সরদার। বাদীর দাবি, রসুলপুর মৌজার আর এস ২১২ বাস্তু ৪০৮ শতকের একখণ্ড জমি দখল করতে গত ৮ মার্চ আসামিরা সংঘবদ্ধভাবে দখলে নেওয়ার চেষ্টা করেন। এ জমি বাদীর বাস্তুভিটা সংলগ্ন বলে দাবি করা হয়। এ ঘটনার প্রতিকার চাইতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে, পুলিশ এক পর্যায়ে দখলকারীদের পক্ষ নিয়ে গত ১০ এপ্রিল বাদীর বাড়িতে সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদীর বাড়িতে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বসাবসি হয়। এ সময় রাজগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই লিটন ওই বৈঠকে বাদী আব্দুল খালেককে তার প্রতিপক্ষদের নামে জমির দলিল সম্পাদন করে দিতে মানসিক চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় পুলিশের উপস্থিতিতে বিবাদীগণ আব্দুল খালেককে মারপিট করে।

এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুল খালেকের চার বছরের শিশু সন্তান মোজাহিদুল ওরফে বাপ্পী পুলিশের পা জড়িয়ে ধরলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে কপালে লাথি মারে। এতে সে কপাল কেটে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। তাকে কেশবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে বাদী তার আরজিতে উল্লেখ করেছেন।

আরজিতে আরও উল্লেখ রয়েছে, বাদী জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে চলেছেন। যে ঘটনাগুলোতেও আসামি পক্ষকে ইন্ধন দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। নিরুপায় হয়ে ন্যায় বিচারের জন্য আব্দুল খালেক উপ-পরিদর্শক এসআই লিটনসহ ৮ জনকে অভিযুক্ত করে মামলাটি করেছেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে