শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তার লাশ উদ্ধার

যাযাদি ডেস্ক
  ২১ জুন ২০২১, ১৯:১১

রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. মো. জিহানুল আলিম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মগবাজার পেয়ারাবাগ রেলগেটের ওই বাসার চতুর্থ তলা থেকে স্বজনরা অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আবদুল খান। তিনি বলেন, ‘মৃতের গলায় ফাঁস লাগানোর মতো অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে। মৃত ব্যক্তি স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা। তার স্ত্রী ডিজি হেলথে কর্মরত।’

তবে মৃতের সঙ্গে আসা স্বজনরা কিছুই বলেননি। ওই কর্মকর্তার স্ত্রী ফারহানা কাছে জানতে চাইলে তিনি কোনও কথা বলতে না চাইলেও বলেন, ‘স্ট্রোক করছে’। তিনি বলেন, বিষয়টি হাতিরঝিল থানাকে অবহিত করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা ময়নাতদন্তের কথা বলেছি।’

জানা গেছে, মৃত ডা. মো. জিহানুল আলিমের গ্রামের বাড়ি পিরোজপুর। মরদেহটি হাসপাতালে রাখা হয়েছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে