শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌর আদালত শক্তিশালী করতে আইন সংস্কারের দাবি

যাযাদি রিপোর্ট
  ২২ জুন ২০২১, ১৮:৫৩

ওয়েবিনারে পৌর মেয়ররা দাবি করেছেন, বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন ২০০৪ সংস্কার জরুরী হয়ে পেড়েছে। তারা বলেন, যেখানে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তির ক্ষতিপূরন ৭২ হাজার টাকা ধরা আছে, সেখানে পৌরসভা আইনে ক্ষতিপূরন সর্বোচ্চ ২৫ হাজার টাকা। যা বর্তমান পরিস্থিতিতে গ্রহনযোগ্য আইন হতে পারে না।

মঙ্গলবার চারটি সংগঠনের যৌথ আয়োজনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন (এমএলএএ), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ।

এ ওয়েবিনারে 'বিরোধ মীমাংসা সংক্রান্ত (পৌর এলাকা) বোর্ড আইন-২০০৪ সংস্কার প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

ওয়েবিনারে প্রধান অতিথির ছিলেন, মিউনিসিপাল এসোসিয়েশন বাংলাদেশ (ম্যাব) ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

অন্যান্যের মধ্যে ম্যাবের মহাসচিব ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকী ও নরসিংদী পৌরসভার প্যানের মেয়র ইয়াছমিন সুলতানা প্রমুখ।

ওয়েবিনার পরিচালনা করেন নাগরিক উদ্যোগের নির্বাহী জাকির হোসেন। পৌর এলাকার বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪ এর সীমাবদ্ধতা ও সুপারিশ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের (এমএলএএ) প্রধান সমন্বয়ক মো. শহিদ।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে