মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
দুদকের অর্থ আত্মসাৎ মামলা

খালেক পাঠান ও পরিবারের সদস্যদের অব্যাহতি

যাযাদি রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮

অর্থ আত্মসাতের একটি মামলায় কেয়া কসমেটিকস’র মালিক আব্দুল খালেক পাঠান এবং তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক তাদের অব্যাহতি দেয়। এ প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

দুদক সূত্র জানায়, ‘মেসার্স কেয়া ইয়ান মিলস লি.’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠানসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ২০১৭ সালে মামলা হয়। মামলায় কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলাটির তদন্তকালে প্রতিষ্ঠানটি মামলায় উল্লেখিত সব অর্থ ব্যাংকে জমা দেন। এ প্রেক্ষাপটে দুদক মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

অব্যাহতিপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন, খালেদা পারভীন, মাছুম পাঠান, তানসিন কেয়া, মো. আবুল হোসেন, গোলাম রসূল, মো. সারোয়ার হোসেন এবং জুবায়ের মঞ্জুর।

মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে