​মুহিবুল্লাহ হত্যা: আরও ৩ রোহিঙ্গা রিমান্ডে

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২১, ১৫:০৮

যাযাদি ডেস্ক

 

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যায় গ্রেফতার আরও তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন-উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নম্বর ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) এবং ৫ নম্বর ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (২৮)।

 

এর আগে মুহিবুল্লাহ হত্যা মামলায় উখিয়া থানা পুলিশের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র গ্রেফতার তিন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। এ নিয়ে পৃথকভাবে একই মামলার মোট পাঁচ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

 

যাযাদি/ এমডি