ব্লগার হত্যা: ৫ জঙ্গিকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশ | ১৬ জুন ২০২২, ১৩:৪৩

যাযাদি ডেস্ক

 

 

ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পলাতক সদস্যকে আগামী ২৫ জুলাই হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত

 

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আদেশ দেন

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে পলাতক আসামিরা হলেনসৈয়দ জিয়াউল হক ওরফে মেজর (বহিষ্কৃত) জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমেদ ওরফে মওলানা জুনাইদ রাশিদুন্নবী ভূঁইয়া ওরফে তাহসিন

 

হত্যা মামলার অন্য আসামি মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আবদুল্লাহ ওরফে যুবায়ের আসাদুল্লাহ ওরফে ফয়জুল বর্তমানে কারাগারে আছেন চলতি বছরের ২০ জানুয়ারি একই আদালত জিয়াসহ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন

 

প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল পুরান ঢাকার ঋষিকেশ দাস লেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নিজাম উদ্দিনকে কুপিয়ে গুলি করে হত্যা করা হয় ওই ঘটনায় সূত্রাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়২০২০ সালের ২০ আগস্ট পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়

 

যাযাদি/এসএইচ