পাবনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ | ০৪ জুলাই ২০২২, ১৮:৫৮

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরের চাঞ্চল্যকর ভ্যান চালক নুরুল ইসলাম হত্যা মামলায় রবিন্দ্রনাথ নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সকালে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ অক্টোবর প্রতিদিনের ন্যায় ভ্যান চালক নুরুল ইসলাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বেড়িয়ে যায়। এরপর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর তিনদিন পর ভাঙ্গুড়া থানা পুলিশ শরৎনগর রেল ষ্টেশনের পাশ থেকে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে। পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চাটমোহর উপজেলার বামনগ্রামের রবিন্দ্রনাথ নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবিন্দ্রনাথ পুলিশের কাছে স্বীকার করে যে ভ্যান চালক নুরুল ইসলামকে হত্যার পরে তার ভ্যানটি চুরি করে বিক্রি করে। পুলিশ রবিন্দ্রনাথকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। র্দীঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমান শেষে রোববার আদালত এই রায় ঘোষনা করেন। আসামিপক্ষের আইনজীবী একেএম শামসুল হুদা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক (পিপি)।

 

যাযাদি/এস