খুলনায় অস্ত্র মামলায় ৩ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

খুলনা অফিস

প্রকাশ | ১১ আগস্ট ২০২২, ১৬:৪৭

অনলাইন ডেস্ক

খুলনা জেলার বটিয়াঘাটা থানার অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় আসামিকে ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম শিরীন নাহার রায় ঘোষণা করেছেন  সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাশ বৈরাগীকে অস্ত্র আইনের ১৯ () (এফ) ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড অপর দুআসামি নজরুল ইসলাম প্রতাপ বৈরাগীকে ১৯ (এফ) ধারায় বছরের সশ্রম করাদন্ডাদেশ দেয়া হয়েছে রায় ঘোষণাকালে প্রতাপ বৈরাগী পলাতক ছিলেন

 

আদালতের বেঞ্চ সহকারী মোঃ আলমগীর হোসেন নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ২৭ ফেব্রয়ারি বনদস্যু ডাকাত  গ্রেফতারে অভিযান পরিচালনা করে ্যাব- এর একটি দল সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বটিয়াঘাটা উপজেলার গোপালখালী খেয়াঘাটে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক অবস্থান করছে

 

এমন সংবাদে তারা সেখানে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ জনকে আটক করে তারা হলেন, পলাশ বৈরাগী, নজরুল ইসলাম, প্রতাপ বৈরাগী, সৈয়দ সুমন হোসেন আরেফিন গাজী এদের মধ্যে পলাশ বৈরাগীর হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩টি দেশি তৈরি পাইপগান, নজরুল ইসলাম প্রতাপ বৈরাগীর কাছ থেকে ৪টি শর্টগানের গুলি উদ্ধার করা হয় ঘটনায় ওইদিন রাতে ্যাবের ডিএডি সামশুল আলম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং-১৭ একই বছরের ২৭ অক্টোবর থানার এসআই রিপন কুমার তাদের জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এড. এম ইলিয়াস খান

 

যাযাদি/এস