হাইকোর্টে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের বর্ণাঢ্য সংবর্ধনা

বার ও ব্যাঞ্চে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : বিচারপতি রউফ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬

যাযাদি ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, একজন ভালো আইনজীবী হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই নতুন আইনজীবীদের সব সময় বই পড়তে হবে সব বিষয়েই ধারণা থাকতে হবে বই কেনার অভ্যাস গড়ে তুলতে হবে ব্যক্তিগত লাইব্রেরী সমৃদ্ধ করতে হবে তিনি বলেন, সিনিয়রদের জুনিয়রদের নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে না হলে বার সমৃদ্ধ হবে না, আর বার সমৃদ্ধ না হলে ব্যাঞ্চও সমৃদ্ধ হবে না এভাবে বার ব্যাঞ্চে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিচার কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে

 

আজ শনিবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনয়াতনে বাংলাদেশ ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

 

লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিচারপতি ফরিদ আহমেদ

 

ঢাকা বারের সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট এসএম কামাল উদ্দিন লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ, সহ-সভাপতি এডভোকেট মশিউল আলমসাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, ইয়ার্স কাউন্সেলের কোষাধ্যক্ষ এডভোকেট ইউসুফ আলী, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহসভাপতি এডভোকেটড. গোলাম রহমান ভুঁইয়া, এডভোকেট আব্দুল বাতেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট রেজাউল করিম খন্দকার, লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মঈন উদ্দিন, কাউন্সিলের প্রচার আইটি সম্পাদক এডভোকেট . হেলাল উদ্দিন, অফিস সম্পাদক এডভোকেট আবু বাক্কার সিদ্দিক, এডভোকেট শফিকুর রহমান

 

হাইকোর্ট বিভাগে নতুন তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, সিলেট বারের এডভোকেট আবদুর রব, এডভোকেট রেজাউল হক রিয়াজ, এডভোকেট আবদুল্লাহ আল মামুন রাসেল, এডভোকেট আমিমুল এহসান, এডভোকেট মুনতাকা নুসরাত খান, কুমিল্লার এডভোকেট ইয়াকুব আলী, এডভোকেট বেলায়েত হোসেন সুজা, এডভোকেট আব্দুল হাই চৌধুরী

 

অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন বার থেকে হাইকোর্টে তালিকাভুক্ত হওয়া বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি একটি নবীন-প্রবীনের মিলনমেলায় পরিণত হয় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ তালিকাভুক্ত আইনীবীদের ক্রেস্ট উপহার সামগ্রী তুলে দেন পরে তারা ফটো সেশনে অংশগ্রহন করেন

 

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বলেন, একজন ভালো আইনজীবী হতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই নুতন আইনজীবীদের প্রতিনিয়ত নতুন নতুন বই পড়তে হবে সব বিষয়েই ধারনা থাকতে হবে বই কেনার অভ্যাস গড়ে তুলতে হবে ব্যক্তিগত লাইব্রেরী সমৃদ্ধ করতে হবে তিনি বলেন, নিজেকেই মামলা পরিচালনা করার অভ্যাস গড়ে তুলতে হবে সিনিয়রদের সহযোগিতা নেয়া যাবে শুধু বোঝার জন্য আর সিনিয়রদেরও জুনিয়রদের সহযোগিতা করতে হবে সিনিয়রদের জুনিয়রদের নিজের সন্তানের মত ভালোবাসতে হবে এভাবে বার ব্যাঞ্চে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তবেই মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইন বিষয়ক পড়াশুনা আরো প্র্যাকটিকেল ধর্মী করার উপর গুরুত্বারোপ করে বলেন, প্রফেশনে জয়েন করার পরই মূলত: পড়াশুনা শুরু হয় নবীন মনে রাখতে হবে গোলাপ পেতে হলে বিছানা ছাড়তে হবে আর বিছানা পেতে হলে গোলাপ ছাড়তে হবে

 

যাযাদি/ এস