ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলা : নূরের পর এবার মামুনকে অব্যাহতি

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১০

যাযাদি ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার চার্জশুনানির জন্য দিন ধার্য ছিল। সে মোতাবেক সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম আসামির বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির বিরুদ্ধে চার্জগঠন করার উপাদান না থাকায় বিচারক মামুনকে অব্যাহতির আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।

যাযাদি/ এস