উখিয়ায় হত্যা মামলার আসামী আলী হোসেন কারাগারে

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

নিরহ মানুষকে  মিথ্যা মামলায় ফাঁসানো ও কোর্টে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ায়  কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের  সোনাই ছড়ি গ্রামের  ডাকাতি ও  হত্যা মামলার আসাম আলী হোসেনকে কারাগারে প্রেরণ করেছে।

গতকাল ( সোমবার)  ১১ সেপ্টেম্বর  কক্সবাজার অতিরিক্ত  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  এ আদেশ প্রদান করেন।
এডভোকেট দেলোয়ার হোসেন জানান, আদলতে আত্মসমর্পণ  করতে গেলে বিজ্ঞ আদালত  বহু মামলার বাদী আলী হোসেন কে কারাগারে প্রেরণের আদেশ দেন।

জানা যায় ২০০২ সালে বৈদ্যুতিক শট সার্কিটে আলী হোসেন এর বাড়িতে আগুন লাগে কিন্তু তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে উখিয়া থানায় এলাকার কিছু নিরিহ মানুষকে জড়িয়ে  একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং জি.আর.-৮৭/।

  সেই ২০০২ সাল থেকে মামলাটি বিচারাধীন ছিল এবং অত্র মামলার বাদী ২০০৫ সালে আদালতে হাজির হয়ে স্বাক্ষী প্রদান করেন। দীর্ঘ ২১ বৎসর পর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন বাদী বুঝতে পারেন যে তার দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হচ্ছে  এবং  আসামীরা খালাস পেয়ে যাবে তখন তিনি আরো একটি মিথ্যার আশ্রয় নেয়। অর্থাৎ   গত ২৮ আগষ্ট ২০২৩ তারিখ উক্ত আদালতে একটি আবেদন দাখিল করেন যে উক্ত বাদীর যে সাক্ষ্য আদালতে দেওয়া হয়েছে সেই সাক্ষ্য বাদী আলী হোসেন দেয়নিনি।

উক্ত আবেদন শুনানির জন্য আদালত আবারও  একটি তারিখ নির্ধারণ করেন কিন্তু ওই দিন বাদী তার আবেদনের পক্ষে কোন সাক্ষ্য প্রমাণ উত্থাপন করতে পারেনি। ওই দিন আদালত বাদীকে মিথ্যা আবেদন দাখিল করায় আর আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করায় জবাব দাখিল করতে বলেন। কিন্তু বাদী কোন জবাব দাখিল করতে পারেনি আর আদালত মামলাটি রায়ের পর্যায়ে নিয়ে যায়। গত ০৫ সেপ্টেম্বর ২০২৩ আদালত মামলার রায়ে  সকল আসামীকে খালাস দেন একই সাথে  বাদীকে ফো:কা: এর ৪৮৫ ধারা মতে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এডভোকেট দেলোয়ার হোসেন  জানান, রায়ের বিরুদ্ধে একই আদালতে বাদী আলী হোসেন আপিলের শর্তে জামিনের আবেদন করলে বিজ্ঞ  আদালত  আবেদন না মঞ্জুর করে  আলী হোসেন কে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

এলাকা বাসীর সাথে কথা বলে জানা গেছে,  আলী হোসেন তার স্ত্রীর স্বাভাবিক একটি মৃত্যু কে পুজি করে এলাকার নিরিহ কিছু মানুষকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছিল কিন্তু সেই মামলার স্বাক্ষর অস্বীকার করে সে একই বিষয়ে আদালতে আর একটি মামলা দায়ের করেন পরে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সকল আসামিকে খালাস প্রদান করেন।

মুলত আলী হোসেন একজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত এবং মামলাবাজ মানুষ। তিনি রুমখা চৌধুরী পাড়ার সুপারী ব্যবসায়ী ফজলু হত্যা মামলার আসামি।

যাযাদি/ এস