‘প্রচলিত নিয়মে জমির শ্রেনী পরিবর্তনে নিষেধ’

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩৯

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের সোহাগীপাড়ার চরের উঁচু ও অনাবাদী জমির মাটি অপসারণ করে  আবাদ যোগ্য করার জন্য আলমাহমুদ সহ  কয়েকজন ভুমিমালিক লিখিত অভিযোগ করেছেন।

কাজিপুর নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে ভুমি মালিকগন  জানান,বিগত বন্যায় স্থানীয় ইছামতি নদীর পানি  বেড়ে যাওয়ায় সোহাগী পাড়া গ্রামের ৬/৭ জন কৃষকের ১৫/১৬  বিঘা  ৩ ফসলি জমি বালি পড়ে ১ ফসলি বা কতগুলো একেবারি  অনাবাদি  হয়ে যায়। 

জমি গুলো থেকে বালি  অপসারন করে  পূর্বের অবস্থায় ফিরে আনতে বা আবাদযোগ্য করার জন্য সম্প্রতি জমি মালিকগন জমি থেকে বালি অপসারনের চেষ্টা করলে স্থানীয় প্রশাসনের বাধার মূখে পড়ে।

এবিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান প্রচলিত নিয়মে জমির শ্রেনী পরিবর্তনে নিষেধ রয়েছে।  তবে গত ২১ সেপ্টেম্বর সরকারী প্রজ্ঞাপনে উঁচু ও অসমান জমি আবাদযোগ্য করার জন্য বিধান দেয়া হয়েছে। ভুক্তভুগিরা দরখাস্ত করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

যাযাদি/ এস