কুকুর ‘চম্পক’কে নিয়ে আদালতে মামলা
প্রকাশ | ০১ মে ২০২৫, ০৯:২৪

রোবট কুকুর ‘চম্পক’কে নিয়ে বিপাকে আইপিএল। ভারতের রাজধানী দিল্লির আদালতে ‘চম্পক’-এর নামে মামলা হয়েছে।
চম্পককের নাম নিয়ে মামলা করেছে এক বিখ্যাত শিশুদের পত্রিকা। মূলত ‘চম্পক’ নাম নিয়েই যত সমস্যা। রোবটিক কুকুর ‘চম্পক’ কপিরাইট লঙ্ঘনের মামলায় ফেঁসেছে।
আজ বুধবার দিল্লির আদালাত ‘চম্পক’ নাম ব্যবহার করা নিয়ে এক মামলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর থেকে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
কোর্ট জানিয়েছে এখনই বিসিসিআই-কে তাদের রোবটিক কুকুর ‘চম্পক’-এর ব্যবহার বন্ধ করতে হবে না।
এবারই প্রথমবার রোবটটি আইপিএলে চালু হয়েছে। আদালত এই বিষয়ে বিখ্যাত শিশুদের পত্রিকা ‘চম্পক’-এর প্রকাশক দিল্লি প্রেস পত্র প্রকাশন লিমিটেড-এর দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলায় বিবেচনা করে জুলাই মাসে শুনানির জন্য দিন ধার্য করেছে।
এ নিয়ে আদালত বলেছে, ‘চম্পক’ নামটি বিসিসিআই নিজেরা গ্রহণ করেনি, বরং এটি অনলাইনে একটি জনমত জরিপের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই প্রাথমিকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই।
জানা যায়, এই রোবট কুকুরটি ডব্লিউটিভিশন ও ওমনিক্যাম এর সহযোগিতায় তৈরি এবং আইপিএলের মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের অংশ হিসেবে লঞ্চ করা হয়েছে।
এটি প্রথমবার দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
‘চম্পক’ নামের এই রোবট কুকুরটি দর্শক এবং সম্প্রচারকারীদের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছে।