ফুলগাজীতে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ 

প্রকাশ | ১০ মে ২০২৫, ১২:৩৭ | আপডেট: ১০ মে ২০২৫, ১২:৫৬

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
গাঁজাসহ গ্রেপ্তার (মাঝে)। ছবি: যায়যায়দিন

 ফেনীর  ফুলগাজীতে স্কুল ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর নাম মো. সাইফুল ইসলাম (২০)। সে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নিলক্ষী গ্রামের বাসিন্দা। শুক্রবার (৯ মে) রাত ৯ টার দিকে তাঁকে ফেনী পরশুরাম সড়কের মুন্সীরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 


ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর কর্মকার জানান, শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ মুন্সীরহাট  এলাকায় কিছু যাত্রী বহনের গাড়ি তল্লাশি করে।

এসময় সাইফুল ইসলাম নামে এক যুবক তার নিকট থাকা স্কুল ব্যাগটি পুলিশ তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে তাঁর ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ফেনীতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের নিকট সে স্বীকার করেছেন।

তাঁর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। শনিবার ১০ মে আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।