কালুখালীতে যুবলীগের আহ্বায়ক গ্রেফতার  

প্রকাশ | ২১ মে ২০২৫, ১৩:২৯

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
কালুখালীতে গ্রেফতারকৃত যুবলীগ নেতা । ছবি: যায়যায়দিন

রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনে কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মৃত নাজির হোসেন চৌধুরী এর পুত্র।

মঙ্গলবার ২০ মে কালুখালী রেলস্টেশন এলাকা থেকে কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে এসআই মোতালেব, এসআই সোহেল মোল্লা ও এসআই মো. মোস্তফা অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে কালুখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৫(১), ১৫(৩) ধারায় মামলা রয়েছে। মামলা নং-০৩, তাং- ১০/০২/২০২৫ ইং। 

এ ব্যপারে কালুখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।