ইন্দুরকানীতে অপহরণ মামলায় ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৬:৩২ | আপডেট: ২২ মে ২০২৫, ১৬:৪৯

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
প্রতীকী ছবি

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে এক যুবককে অপহরণ মামলায় ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তাগীর আলম এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের দুই ছেলে ইলিয়াস ফকির ও আবুল ফকির এবং অপরজন একই উপজেলার ইন্দুরকানী গ্রামের ছাত্তার খাঁর ছেলে রুহুর খাঁ। 

এ মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৭ সালের ৫ নভেম্বরউপজেলার সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা মুনসুর আলীর ছেলে রুবেল হোসেন  তার মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় ইলিয়াস, আবুল এবং রুহুর খাঁ কাজে বাঁধা দেন। 
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পর রুবেল বাড়িতে চলে যান। 
ওই দিন প্রফেসর বাড়ির মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় প্রতিপক্ষরা আরও অজ্ঞাত ৩ জনকে নিয়ে রুবেলকে টেনে বাইরে এনে মোটর সাইকেলে তুলে অপহরণ করে। 
এরপর তাকে হত্যার উদ্দেশে মারপিট করলে ভিকমের ডাক চিৎকারে পুলিশ এগিয়ে আসে। তখন অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ রুবেলকে সেখান উদ্ধার করে। 

এ ব্যাপারে রুবেল বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন (সেসান মামলা নং-১৬৯/১৮,জি,আর-৭৩/১৭,ধারাঃ ৩২৩,৩৬৪,৩৭৯,৫০৬(২) দ.বি.)। আসামি পক্ষে আইনজীবী আহসানুল কবীর বাদল মামলাটি পরিচালনা করেন।