স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৬:৩৩

সাবেক সংসদ সদস্য (এমপি) আতিউর রহমান আতিক ও তার স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ শনিবার (২৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আতিউর রহমান আতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন, এই অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধান কালে দুদক জানতে পেরেছে, তারা যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশে চলে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।