ইমোজি দেওয়াও শিখতে হবে!

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২১, ১৯:০০

যাযাদি ডেস্ক

সবার সঙ্গে যোগাযোগ রাখতে আমরা দিনের একটা বড় সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটাই। আর এই ভার্চুয়াল যোগাযোগের জন্য ফেসবুক আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। 

 

ফেসবুকে সব পোস্টে মতামত জানানোর জন্য মন্তব্য করার সুযোগ রয়েছে আর রয়েছে কিছু ইমোজি। খুব সহজে একটা ক্লিক করলেই আমাদের ভালোবাসা, পছন্দ বা সহানুভুতি পৌঁছে যায় পোস্টদাতার কাছে। 

 

আমাদের জন্য এই  ইমোজির সঠিক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ।

 

•    কেউ একটা দুর্ঘটনার খবর জানালেন, আমরা যদি লাইক দেই তাহলে বিষয়টা কি সুন্দর থাকে?

 

•    কেউ হয়ত খুব জরুরি বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করছেন, আপনি তাকে কথার উত্তরে শুধু ইমোজি দিয়ে যাচ্ছেন একটার পর একটা। এতে করে তিনি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

 

•    কাউকে বন্ধু হবার অনুরোধ পাঠানোর পর তার ওয়ালে যত ছবি আছে সেগুলোতে লাভ-লাইক দিতে শুরু করলেন, তিনি হয়ত জরুরি মিটিং-এ আছেন, আপনার পাঠানো এই ভালোবাসার নোটিফিকেশনের কারণেই হয়ত বন্ধু হতে তো পারবেনই না, হতে পারেন ব্লকও। 

 

•    কথার মাঝে আপনি বড় একটা লাইক পাঠালেন, অন্যজন অবশ্যই বিরক্ত হবেন।

 

•    কাকে দিচ্ছেন, কী কথার প্রেক্ষিতে দিচ্ছেন, আপনাদের সম্পর্ক কেমন, ইমোর আদানপ্রদান নির্ভর করবে এসব বিষয়ের ওপরও

 

•    অনেকেই ফটো কমেন্ট অপছন্দ করেন। এজন্য কারো পোস্টে কমেন্ট করার ক্ষেত্রে ফটো কমেন্ট এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে ।

 

•    আরেকটি জরুরি কথা, আমাদের অবস্থান, রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ এই ইমোজি ব্যবহার থেকেও বেশ আঁচ করা যায়। 

 

 

যাযাদি/এমডি