আলিঙ্গন করা কেন এত উপকারী
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২
একটু উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসার আদান-প্রদান ঘটে।আলিঙ্গনের সময় ‘অক্সিটোসিন’ নামক একটি হরমোনের নিঃসরণ হয়, যাকে প্রেমের হরমোনও বলা হয়। বিশ্বাস করুন বা না করুন, আলিঙ্গন আপনাকে সুস্থ রাখতে পারে।রাগ ও একাকীত্ব ইত্যাদি দূর করে মনে প্রশান্তি আনে।
শুধু ভালোবাসার মানুষের ক্ষেত্রেই নয়; পরিবারের সদস্য, বন্ধুবান্ধব সবার সঙ্গেই আলিঙ্গন করা উচিত।
বৈজ্ঞানিক গবেষণার তথ্য বলছে, আলিঙ্গন করলে বেশ কয়েক ধরণের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।
মানসিক চাপ কমায়: বন্ধুবান্ধব কিংবা পরিবারের কোনো সদস্যকে যদি আপনি বেদনাদায়ক বা অস্বস্তিকর কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যেতে দেখেন, তাহলে বুকে জড়িয়ে নিন।
একাকিত্ব দূর করে: একাকিত্ব দূর করতে কাছের মানুষের সাথে আলিঙ্গনের অভ্যাস করুন।
ব্যথা দূর করে: আলিঙ্গনের মাধ্যমে মনের ব্যথাসহ শরীরের ব্যথাও দূর করে। রক্ত সঞ্চালনের উন্নতি করে। শরীরের উত্তেজনা হ্রাস হয়, যা উত্তেজনাপূর্ণ পেশীগুলোকে শিথিল করে তুলে।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে: প্রিয়জনদের আলিঙ্গন করলে শরীরে অক্সিটোসিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। যা স্ট্রেস হরমোন হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন ভালো রাখে: ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মেজাজ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
যাযাদি/ এম