আজ নারীর পক্ষ থেকে পুরুষকে বিয়ের প্রস্তাব দেয়ার দিন

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৯

যাযাদি ডেস্ক

লিপিয়ারের দিনটি অনেকেই প্রস্তুতি নিয়ে রাখেন বিশেষভাবে কাটাতে। কারণ এমন দিন চার বছর ঘুরে তারপর আবার আসবে। যাহোক, আজ যে অতিরিক্ত একটা দিন পেলেন, কীভাবে কাটাবেন বলে ঠিক করেছেন ?  কিন্তু দিনটি নারীদের জন্য বিশেষ একটা দিন, জানেন কী আপনি?

কারণ নারী হয়ে থাকলে আজকে আপনার পছন্দের মানুষকে নিজেদের মনের কথা জানিয়ে দেয়ার দিন। নারীকে লজ্জার ভূষণ বলে অবিহিত করা হয়। তাই পুরুষেরা সবসময় ভালোবাসার কথা জানাই নারীকে, হাঁটু গেড়ে প্রস্তাব দেন, এমন দৃশ্য দেখেই আমরা অভ্যস্ত। 

আয়ারল্যান্ডের এক ধর্মপ্রচারক আজকের দিনটাকে নারীদের জন্য নির্দিষ্ট করে দেয়। ৪ বছর পর আসা ফেব্রুয়ারির অতিরিক্ত দিনটি।

সেন্ট প্যাট্রিক আরো নিয়ম করেন, যে পুরুষ অধিবর্ষে পাওয়া কোনো নারীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন, সরকারি কোষাগারে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটিকে নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিন হিসেবে উদযাপন করা হয়ে থাকে।

তাই আজ সাহস করে আপনিও চাইলে পছন্দের পুরুষকে জানিয়ে দিতে পারেন আপনার একান্ত অনুভূতির কথা।

যাযাদি/ এম